ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ এএম

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

এরপর আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সংসদের বিরোধীদলীয় নেতা।

এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সব আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান। সারা দেশেও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মানুষ।

চট্টগ্রাম: একুশে ফেব্রুয়ারির সব ভাষা শহীদদের স্মরণ করে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে পুলিশের একটি চৌকষ দল সশস্ত্র শ্রদ্ধা জানান। এরপর সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ফুল দিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

রংপুর: একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সিলেট: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে সিলেটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বরিশাল: বরিশালে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

MB/FI
আরও পড়ুন