ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ এএম

পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এবারের পুলিশ সপ্তাহ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে অভিবাদন গ্রহণ করেছেন তিনি। পুলিশ সপ্তাহ-২০২৪ এর এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। 

প্যারেডের অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।

পুলিশ সপ্তাহ-২০২৪ এর বার্ষিক প্যারেডে কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি মো. সোহেল রানা। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেন।

MB/FI
আরও পড়ুন