ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজারবাগে প্রধানমন্ত্রী

স্মার্ট পুলিশ গড়তে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট পুলিশ গড়তে প্রয়োজনীয় সবকিছু করছে সরকার। বিএনপি-জামায়াতের নাশকতা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৪’  উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, সে কথা মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বাহিনী অসামান্য অবদান রেখে যাচ্ছে। কিন্তু জাতির দুর্ভাগ্য হলো, রাজনীতির নামে জনগণের সম্পদ ধ্বংস করার মতো ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের ওপরও অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। তবুও পুলিশ বাহিনী জনগণের জানমাল রক্ষায় দুষ্কৃতিকারীদের রুখে দিতে সক্ষম হয়েছে।

শেখ হাসিনা বলেন, পুলিশ বাহিনীতে আরও লজিস্টিকস সাপোর্ট বাড়াবে সরকার। আধুনিক ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা করে দেয়া হয়েছে। এসব ল্যাব অচিরেই সারা দেশে স্থাপন করা হবে, যাতে তদন্ত দ্রুত শেষ করা যায়। পুলিশের সাইবার ইউনিট গঠন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

MB/FI
আরও পড়ুন