প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমার এগিয়ে যাবো। কিন্তু কিছু মানুষ আছে যারা অগ্নিসন্ত্রাস করে দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের সুমতি হোক সেটাই চাই আমরা।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। মানুষের কষ্টের কথা চিন্তা করে, ইফতার পার্টি বাদ দিয়ে দরিদ্রদের মাঝে তা বিতরণের আহ্বান জানিয়েছি। মানুষের পাশে দাঁড়িয়েছি। গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে যে উন্নয়ন হয়, তা প্রমাণ করেছি।
তিনি বলেন, আনাচে-কানাচে থাকা দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষকে খুঁজে বের করে পুরস্কার দিতে পারাটাই আমাদের স্বার্থকতা। যারা পুরস্কার পেলেন, তারা দেশের জন্য আরও কাজ করবেন। এ সময় তিনি ফিলিস্তিনে যে হত্যা চলছে তার তীব্র নিন্দা জানান।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর কারণে স্বাধীন বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেনি ভারত। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই উদ্দেশ্য ও হারানো গৌবর ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। ২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়া হয়েছে কারণ গণহত্যা স্মরণ করা হয় পাকিস্তানিদের প্রতি ঘৃণা জানানোর জন্য।
এ সময় সরকারপ্রধান বলেন, এই বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। প্রতি ঘরে ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষার হার বৃদ্ধি করেছি, দারিদ্র্যের হার কমিয়ে এনেছি, উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি।
