ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নৌবাহিনীতে অনারারী সাব লেফটেন্যান্ট কমিশন প্রদান

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০১:০৫ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে তাঁদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ সফিকুল ইসলাম, এমসিপিও (এক্স)(কউআরপি-১); মোহাম্মদ সিরাজুল ইসলাম, এমসিপিও(এক্স)(এফসি-১); মোহাম্মদ এয়ার উল্লাহ, এমসিপিও(ই)(সিডি-৩), এনপিপি; মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও (এক্স)(জিআই); আব্দুল্লা আল মুজাম্মেল, এমসিপিও(কম); মোহাম্মদ আনোয়ার হোসেন, এমসিপিও (এল) এবং মোহাম্মদ ছলিম উল্যাহ মজুমদার, এমসিপিও(এস) ।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২৪ থেকে কার্যকর হবে।

 

               

               

 

SI/SA
আরও পড়ুন