ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ থেকে বিপুল কর্মী নিতে আগ্রহী গ্রিস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:৩৯ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, গ্রিসে যেসব বাংলাদেশি কাজ করছেন তাঁরা পরিশ্রমী ও আইন মেনে চলেন। তাই গ্রিস তাদের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস এ আশ্বাস দিয়েছেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।

উল্লেখ্য, গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। তাঁদের আলোচনায় ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌ পরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য ও বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

AS
আরও পড়ুন