বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (১৪ মে) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে লিখিতভাবে আবেদন করেন।
আদালত এ বিষয়ে এক সপ্তাহ পরে আদেশ দেবেন বলে জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলালকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আদালতে মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ২৯ এপ্রিল আদালত এবিষয়ে শুনানি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।
