ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০২৪, ১০:১৬ পিএম

ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গত বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শুক্রবার (২৪ মে) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন।

বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

AS
আরও পড়ুন