ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব আশরাফ উদ্দিন

আপডেট : ২৮ মে ২০২৪, ১০:৩৮ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) মো. আশরাফ উদ্দিন।

অপরদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিপিএটিসির রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনে জারি করেছে। আগামী ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে আছেন গোলাম মো. হাসিবুল আলম। চুক্তিভিত্তিতে থাকা হাসিবুল আলমের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আশরাফ উদ্দিন।

AHA/FI
আরও পড়ুন