ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট, বাড়তে পারে জন্মহার 

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৫৬ এএম

দেশের নিম্নআয়ের মানুষেরা জন্মনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পিল, কনডম ও অন্যান্য সুরক্ষাসামগ্রীর বেশিরভাগ সংগ্রহ করে ইউনিয়ন পরিষদ অথবা ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তবে দেশে সব সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বা জন্মবিরতিকরণ পদ্ধতিতে ব্যবহৃত ওষুধ ও সুরক্ষাসামগ্রীর তীব্র সংকট চলছে।

২৮৭টি উপজেলায় খাওয়ার বড়ি বা পিলের মজুত শূন্য হয়ে পড়েছে। আট মাস ধরে মাঠপর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে প্রায় প্রতিটি জায়গায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর মজুত ক্রমেই ফুরিয়ে আসছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ ১১টি দাতা সংস্থার বিনিয়োগে সরকারের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি হুমকির মুখে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের অর্ধেকের বেশি উপজেলায় পরিবার পরিকল্পনা সামগ্রী অর্থাৎ কনডম, খাওয়ার বড়ি, ইনজেকশনসহ মা ও শিশুস্বাস্থ্যসংক্রান্ত ওষুধসামগ্রীর মজুত শূন্যের কোঠায় নেমেছে। ফলে দেশের বিশাল জনগোষ্ঠীর জরুরি এ সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে পরিবার পরিকল্পনা সেবার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমিয়ে আনা দুরূহ হয়ে উঠবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে জনপ্রিয় একটি পদ্ধতি হলো পিল বা খাওয়ার বড়ি। সারা দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগ্রহীতার মধ্যে প্রায় ৪০ শতাংশ সক্ষম দম্পতি এই পদ্ধতি ব্যবহার করেন। অধিদপ্তরের সাপ্লাই চেইনের তথ্যমতে, প্রতি মাসে খাওয়ার বড়ির চাহিদা ৬০ লাখ সাইকেলের বেশি। খাওয়ার বড়ির বর্তমান মজুত মাত্র ৬০ লাখ ৭০ হাজার সাইকেল। এই মজুত দিয়ে এক মাসের কিছু বেশি দিন চলবে। এরই মধ্যে ২৮৭টি উপজেলায় মজুত শূন্য হয়ে পড়েছে। এ ছাড়া ১২৭ উপজেলায় যেকোনো সময় খাওয়ার বড়ি ফুরিয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, যেকোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির মজুত ছয় মাসের নিচে নামলেই বিক্ষিপ্তভাবে মজুতশূন্যতা দেখা দেয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৩টি উপজেলা স্টোরে কনডমের মজুত শেষ এবং ৮৭টি উপজেলা স্টোরে মজুত শেষ পর্যায়ে। দেশের প্রায় সব পরিবার পরিকল্পনা স্টোরে (৪৯৫ উপজেলা) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ইনজেকশন নেই। ইনজেকশনের চাহিদা আছে প্রতি মাসে প্রায় ৯ লাখ ভায়ালের ওপরে।

HK/FI
আরও পড়ুন