ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোটাবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই। রোববার (৭ জুলাই) সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে শিক্ষার্থীরা। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।’

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত যুব মহিলা লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করেছে। তাদের নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তাদের অত্যাচার-নির্যাতন যেন আবার ফিরে না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।

AHA/FI
আরও পড়ুন