শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল হলো

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

প্রস্তাবিত সর্বজনীন পেনশন স্কিমের 'প্রত্যয় স্কিম’ বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

এদিকে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণায়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা।

MB/FI
আরও পড়ুন