ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বজ্রপাতসহ রাতেই  ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০২:০৬ এএম

রাতের মধ্যেই দেশের ১০ জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

সোমবার (৭ অক্টোবর) রাত ১২টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এ পূর্বাভাস দিয়েছেন।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাত ১২টা ৪৫ মিনিটের পর থেকে ভোর ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ১০ জেলার ওপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

বৃষ্টির সম্ভাব্য জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, কুষ্টিয়া।

এদিকে ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। তবে শেষ সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি ঝরতে পারে।

MMS
আরও পড়ুন