ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে সমাবেশ

নেতারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস বলে উল্লেখ করেন।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম, ঢাকা মহানগরের এক বৈঠকে এ সমাবেশের সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। নেতারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস বলে উল্লেখ করেন।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ-হামলার ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন

আরও পড়ুন