বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী ৯ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ঢাকা আসছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন।
ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।
