উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জাতীয় বিপ্লবী পরিষদের শোক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে উপদেষ্টা হাসান আরিফ (৮৫) ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ...রাজিউন।

এক যৌথ শোকবার্তায় জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সাংগঠনিক প্রধান মোহাম্মদ শাফিউর রহমান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

শোকবার্তায় বলা হয়, উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক যোগ্য নাগরিককে হারিয়েছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠনে উপদেষ্টা হাসান আরিফের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

AS
আরও পড়ুন