দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা বেড়ে আগামী কয়েকদিন শীতের অনুভূতি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা সারা দেশের কোথাও কোথাও শীতের অনুভূতি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমে বলেন, শৈত্যপ্রবাহ কমে আসবে কি না বলা যাচ্ছে না; তবে তাপমাত্রা একটু বাড়বে- এর ফলে কয়েকদিন শীতের অনুভূতি কম থাকবে।
কুয়াশা কমার সম্ভাবনা নেই আজও, ছয় স্থানে শৈত্যপ্রবাহ