ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন সংরক্ষণে মার্চের মধ্যেই অ্যাকশন প্ল্যান: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা বলেন, মার্চের মধ্যে প্রাথমিক অ্যাকশন প্ল্যান করে ফেলবো।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে মার্চের মধ্যে বিভিন্ন অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, মার্চের মধ্যে প্রাথমিক অ্যাকশন প্ল্যান করে ফেলব। মার্চের মধ্যে গেজেটেড নোটিফাই কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অ্যাকশন প্ল্যান পরিকল্পনা করা। ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে ‘সহ-ব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বন সংক্রান্ত মামলায় যেগুলোতে কঠিন এভিডেন্স নেই, সেগুলো থেকে সরে আসার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, মামলাগুলোতে সব সময় সরকার জিতে এমন না। হয়রানিমূলক মামলার মীমাংসা করতে হবে। ৪৪ একর বন ভূমি আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু যতটুকু পারব, ফিরিয়ে আনতে হবে।

AA
আরও পড়ুন