প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাসের কার্যক্রম নিয়ে বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর বাসস’র।
উপদেষ্টা জানান, এ যাবৎ ২ হাজার একরের বেশি বনভূমি সরকারি বিভিন্ন প্রকল্প হতে ফেরত আনা হয়েছে। গাজীপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বনভূমির অবৈধ দখল মুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মধুপুর শালবনের বন নির্ভর জনগোষ্ঠীকে সাথে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, ‘এই ছয় মাসে জনগণের প্রত্যাশা চিহ্নিত করা হয়েছে। এখন কাজ হল মাইক্রো ইস্যুতে না গিয়ে ম্যাক্রো ইস্যুতে থেকে কাজ করা। তিনি বলেন, দেশের জন মানুষ সমর্থন দিয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন, সাহসের জায়গা। জনগণের সমর্থনেই অনেক কাজ করা সম্ভব হচ্ছে।’
পরিবেশ উপদেষ্টা তার দুই মন্ত্রণালয় কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বলেন, মানুষের দুর্ভোগ কমাতে বায়ুদূষণ নিয়ে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের বিশেষ উদ্যোগে শপিংমলগুলো হতে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকাংশে বন্ধ করা সম্ভব হয়েছে।
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে বিভিন্ন সময়ে অনেক সিদ্ধান্ত হয়েছে যা বাস্তবায়িত হয়নি। এবার আমরা বাস্তবায়ন করেছি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে জীববৈচিত্র্যসহ রক্ষা করার চেষ্টা করেছি। বাস্তবায়ন করতে গিয়েও বাধার মুখোমুখি হতে হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘বুড়িগঙ্গা নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান সরকার একটা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। বাজেটসহ কাজটা শুরু করবো শিগগিরই।’
ঢাকার খাল রক্ষা পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ার কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, নদী পুনরুদ্ধারের একটা বিস্তারিত কর্মপরিকল্পনা শুরু করা হয়েছে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কাছে থেকে ৬৪ টি নদী দখল ও দূষণমুক্ত করতে বাজেট সহ কর্মপরিকল্পনা নিয়েছি। এগুলোর মধ্যে হতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। ইতোমধ্যে নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু হয়েছে।
