ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করবেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রোববার (১৬ ফেব্রুয়ারি) ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠক হবে।
জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে।
ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশে কিছুটা অস্থিতিশীলতা তৈরি করেছে। যার ফলে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যতীত করেছে। দুই নিকট প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেবে উভয়পক্ষ। হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে আইওসি সম্মেলনের আয়োজন করছে এবং পরিচালনায় আছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর এই সম্মেলন উদ্বোধন করবেন।
সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও।
