ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারবেন ডিসিরা: রিজওয়ানা

‘নির্বাচন সুষ্ঠু করতে সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার সুযোগ দেয়া হবে।’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

জেলা প্রশাসকরা (ডিসি) নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে তাদের কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার সুযোগ দেয়া হবে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা আপনাদের হবে না।’
 
এ সময় জেলাগুলোতে নদী দখল ও দূষণ মুক্ত করতে ডিসিদের সহায়তা চান তিনি। উপদেষ্টা বলেন, পাহাড়ের তালিকা দিতে বলা হয়েছে, দেয়নি। পাহাড় কাটলে মালিককে ধরা হবে। মধুপুর শালবন ফিরিয়ে আনা হবে। কক্সবাজারে এখনো ৫১ একর বন দখলে আছে, সেগুলো ফিরিয়ে দিতে বলা হয়েছে। হাওর, বন ও সেন্টমার্টিনে ইকো ট্যুরিজম করা হবে।
 
এ সময় জেলায় জেলায় প্লাস্টিকের ব্যবহার কমাতে পলিথিন উৎপাদন বন্ধে কার্যকরি পদক্ষেপ নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
 
তিস্তা নিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, তিস্তার মহাপরিকল্পনা নেই। চীন একটা পরিকল্পনা দিয়েছিল। তিস্তা এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করতে বলা হয়েছে।

NC
আরও পড়ুন