ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্তদের বাড়ি হস্তান্তর

আইএসপিআর জানায়, গেল বছর ২১ আগস্ট প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি কারণে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকষ্মিক এই প্লাবনে বিপুল সংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ফেনী সদর ও ফুলগাজীর বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নবনির্মিত ৮৫টি বাড়ি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী আনুষ্ঠানিকভাবে বাড়িগুলো হস্তান্তর করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের নির্দেশনায় বাড়ি হস্তান্তরের আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। 

আইএসপিআর জানায়, গেল বছর ২১ আগস্ট প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি কারণে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকষ্মিক এই প্লাবনে বিপুল সংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।

এই মহা দুর্যোগকালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের আওতায় নৌবাহিনী উদ্ধারকারী দল পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পাশাপাশি ত্রাণসামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার, বস্ত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে। বন্যা দুর্গত এলাকায় ৩৫ শয্যা বিশিষ্ট ফিল্ড হসপিটাল স্থাপন করে।

এছাড়া বন্যা পরবর্তী সময়ে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাড়ি নির্মাণ কার্যক্রমের উদ্যোগ নেয়। গত ৯ অক্টোবর প্রকল্পের কাজ শুরু হয়ে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দ্রুত কাজ সম্পন্ন হয়। নবনির্মিত বাড়িগুলো মুন্সিগঞ্জের মতো বন্যা প্রবণ এলাকায় খুবই উপযোগী হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসছে। দেড় তলা বিশিষ্ট এ বাড়িগুলো মজবুত হওয়ায় নিরাপদে অবস্থান করার সুবিধা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

RA
আরও পড়ুন