ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইএসআই ও বাংলাদেশি সংগঠনগুলো একত্র হওয়ার খবর ভুয়া

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১১:০২ এএম

ভারতীয় সংবাদপত্র দ্য ট্রিবিউনে ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সম্প্রতি নয়াদিল্লি ভিত্তিক সংবাদপত্র দ্য ট্রিবিউন তাদের প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে’।

শনিবার (০১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, বাংলাদেশের জনগণ যেদিন দুর্নীতিবাজ ও নিপীড়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেদিন থেকে এ ধরনের ভুয়া সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে, এ ধরনের প্রতিবেদনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো বিশ্বস্ত সূত্র এই কল্পকাহিনীকে সমর্থন করেনি।

প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রতিবেদনটিতে উল্লেখিত একমাত্র সূত্র আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। যিনি স্পষ্টভাবে বলেছেন যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের সামরিক কর্মকাণ্ড পুনরায় শুরু করতে চান বলে তিনি বিশ্বাস করেন না।

দ্য ট্রিবিউন তাদের প্রতিবেদনে বলেছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে বড়ুয়া শিগগিরই মুক্তি পেতে পারেন’। তবে, বাস্তবে তিনি আগেই মুক্ত এবং বর্তমানে চীনে বসবাস করছেন বলে ধারণা করা হয়।

এ ছাড়া দ্য ট্রিবিউন তাদের প্রতিবেদনে দাবি করেছে, পত্রিকাটি বাংলাদেশে ‘আরবি, উর্দু ও বাংলা ভাষায় যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইংয়ের মতে এই দ্য ট্রিবিউনের প্রতিবেদনটি পুরোপুরি কল্পকাহিনী এবং শুধুমাত্র ‘দ্য ট্রিবিউন’-এর সাংবাদিকদের কল্পনাতে রয়েছে, যা অন্য কোথাও সত্য বলে খুঁজে পাওয়া যাবে না।

আরও পড়ুন