ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

-

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

‘ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে।’

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তা জানায়নি যুক্তরাষ্ট্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৫ মার্চ) প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের ফেরত নিতে রাজি। তবে, ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন গত ২০ জানুয়ারি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে একটি নির্বাহী আদেশ জারি করেছে। যদিও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অনিয়মিত অভিবাসী মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আসে, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অভিবাসীও রয়েছে এবং তাদের ফেরত পাঠানো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

AA
আরও পড়ুন