ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেয়া গাড়ির নিবন্ধন স্থগিত

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

রাজধানীর বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে গাড়ির মালিককে বিআরটিএ কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই যানটির মালিকের নাম টিটন ইসলাম। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।

সোমবার (১০ মার্চ) বিকেলে সংস্থাটির উপ-পরিচালক (ইঞ্জি.) সানাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটি আজ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ছয়টার দিকে দুই পথচারীকে চাপা দেয়। এসময় একজন নারী পোশাক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানা যায়। 

এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হলো।

গাড়িটির মালিকের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন স্থায়ী বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভোর ৬টা বনানীতে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পরে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে সড়কজুড়ে তৈরি হয় যানজট। 

NC
আরও পড়ুন