ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান ড. ইউনূসের

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

থাইল্যান্ড ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনেদেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।   

এসময় প্রধান উপদেষ্টা থাই প্রধানমন্ত্রীকে বলেন, ‘ঢাকার থাই দূতাবাসের বেশি ভিসা প্রক্রিয়ার সক্ষমতা নেই। এতে থাইল্যান্ড ভ্রমণের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দীর্ঘ বিলম্ব পোহাতে হচ্ছে এবং ভিসা প্রত্যাশীর লম্বা লাইন রয়েছে।’

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশি যারা থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসেন, তারা অনেক ভিসা জটিলতার সম্মুখীন হন।’

জবাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে জানান, ‘তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুদেশের মধ্যে বাণিজ্য, জাহাজ চলাচল ও সমুদ্রসীমা সম্পর্ক এবং বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান থাই প্রধানমন্ত্রীকে।

ড. ইউনূস বলেন, ‘চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করা হলে বাংলাদেশ ও থাইল্যান্ড ভ্রমণের সময় কমিয়ে আনা যেতে পারে। এক দশকেরও বেশি সময় আগে চট্টগ্রাম থেকে থাইল্যান্ডের রিসোর্ট শহর চিয়াং মাইয়ের মধ্যে ফ্লাইট চালু করার সময় এয়ার এশিয়ার উদ্যোগের কথা স্মরণ করেন তিনি।’

বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নেতৃত্ব এই আঞ্চলিক জোটে নতুন গতিশীলতা সঞ্চার করবে।’

AA/NC
আরও পড়ুন