ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দোহায় কমিউনিটি এংগেজমেন্ট প্রোগ্রামে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) কাতারের দোহায় একটি কমিউনিটি এংগেজমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

দোহায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রধান উপদেষ্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

Untitled

প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সামাজিক উদ্যোক্তা হয়ে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান।

চারদিনের কাতার সফরের শেষদিনে বৃহস্পতিবার দোহায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেছেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার ঘনিষ্ঠ একজন সহযোগীকে মনোনীত করবেন।

দুই নেতা গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস দুঃখ প্রকাশ করেন যে বিশ্বের বেশিরভাগ দেশ এখনও গাজার দুর্দশার বিষয়ে নীরব। কাতারের প্রধানমন্ত্রী এই বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দেশ পুনর্গঠনে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন।

AA/AHA
আরও পড়ুন