সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। আগের বছরগুলোর তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাহসিকতা ও সেবার জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়ে থাকে। সেগুলো হলো- বিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা), পিপিএম (সাহসিকতা) ও পিপিএম (সেবা)। চলতি বছরের পদকপ্রাপ্তদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিগগিরই গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে।
আগামী ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী দিনের বিশেষ দরবার শেষে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে বিপিএম ও পিপিএম তুলে দেবেন তিনি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারের পদকপ্রাপ্তদের বাছাইয়ে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হয়েছে। শুধুমাত্র যারা তাদের দায়িত্ব পালনকালে সাহসিকতা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকেই এ সম্মাননা দেয়া হচ্ছে।
