ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন

আন্ত:নগর ট্রেন তেজগাঁওসহ যাত্রাবিরতি করবে তিনটি স্টেশনে

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:৫৭ পিএম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকার রেল যোগাযোগে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সোমবার (৫ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহর ও আশপাশের অঞ্চলে যাত্রীদের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেন আগামীকাল টঙ্গী, বিমানবন্দর ও তেজগাঁও স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে। পাশাপাশি, ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেনগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, কমলাপুর-টঙ্গী রুটে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে, যাতে ভিড় সামলানো সম্ভব হয় এবং যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকে।

খালেদা জিয়ার প্রত্যাবর্তন শুধুমাত্র বিএনপির রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণের মধ্যে যে উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা রাজধানীর সড়ক ও রেলপথে ভিড় ও যানজট বাড়াতে পারে, এমন আশঙ্কা থেকেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি এবং বাংলাদেশ রেলওয়ে যৌথভাবে এই কার্যক্রম তদারকি করবে। প্রয়োজনে মাঠপর্যায়ে তাৎক্ষণিক নির্দেশনা ও সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে যাত্রা পরিকল্পনার সময় সতর্কতা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

 

RJ/FJ
আরও পড়ুন