বাংলাদেশের সীমান্তবর্তী জেলার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে যাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
আইজিপি বাহারুল আলম বলেন, ‘আন্তর্জাতিক অস্থিরতা কখনও আমাদের সীমান্তে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। এজন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জঙ্গি, সন্ত্রাসী বা অনুপ্রবেশকারী কোনো উপাদান যেন দেশে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। তাই বহিঃশত্রু বা অস্থিতিশীলতা যাতে আমাদের সীমান্ত অতিক্রম না করে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতে পাল্টা হামলার অনুমতি পেলো পাকিস্তান সেনাবাহিনী