ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যমুনার সামনে এনসিপি, শিবির ও আপ বাংলাদেশসহ আরও যারা

আপডেট : ০৯ মে ২০২৫, ১১:২৪ এএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজধানীর যমুনার সামনে চলমান আন্দোলনে একত্র হয়েছে একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠন। মূলত এনসিপির ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। শুক্রবারও কর্মসূচি অব্যাহত রয়েছে।

শুরুতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিলেও পরে একে একে এতে যোগ দেয় আরও কয়েকটি সংগঠন। তাদের মধ্যে রয়েছে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, কওমী মাদরাসার ছাত্রসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থানকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণ দিনভর বাড়ছে। সংগঠনের ব্যানার ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এই অবস্থানের কারণে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে সেই এলাকায়।

এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছিল ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

আরও পড়ুন