আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর ফেসবুকে পোস্ট দিয়ে বিরুপ মন্তব্যের শিকার হয়ে অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন- আর লিখবো না, অলরেডি খরচের খাতায় ঢুকে গেসি।
শনিবার (১০ মে) বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এর পরই ফেসবুকে একটি পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। যেখানে তিনি বলেন, ৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তার এমন পোস্টের পর বিভিন্ন মন্তব্য আসা শুরু হতে থাকে।
এর মধ্যে রিজওয়ান আহমেদ রিফাত নামে একজন লিখেন, ‘এই ধরনের বক্তব্য উপদেষ্টার কাছ থেকে আসা উচিত না বরং এই বক্তব্যগুলো যারা বাংলাদেশপন্থি রাজনীতি করার ঘোষণা দিয়েছিল তাদের কাছ থেকে আসা করে মানুষ।’
ওই কমেন্টের প্রতিক্রিয়ায় মাহফুজ লিখেন, ‘আমি আর লিখবো না। অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেসি। শিবিরও আমাকে মারবে, মুজিববাদী বামেরাও মারবে। তথাস্তু! এই শেষ লিখলাম। বাকিটা রাজনৈতিক বোদ্ধারা, নেতারা যা ভালো মনে করেন, করবেন। ইতিহাস আমাকে মুক্তি দিবে।’
ওই একই কমেন্টের আরেকটি জবাবে একটি স্ক্রিনশট দিয়ে মাহফুজ লিখেন, ‘এ *শু*বা* কে হত্যা করতে হবে’- পাকিস্তানের গণহত্যার পক্ষের শক্তির হুমকি আমাকে উদ্দেশ্য করে। খোদা এদের সুমতি দিক।’
