ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিক্ষোভে উত্তাল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

আপডেট : ১২ মে ২০২৫, ০২:১৫ পিএম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদ্য প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে জুলাই শহীদ পরিবার সোসাইটি।

সোমবার (১২ মে) সকালে ঢাকায় ফাউন্ডেশনটির প্রধান কার্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কেউ না। কোনোভাবেই  এ পদে তাদেরকে থাকতে দেওয়া হবে না।
 
অন্যদিকে, কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিটিং শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অবহিত করা হয়।
 
এ সময় তারা আরও বলেন, গত আট মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সঙ্গে আটটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু একটি মিটিংও হয়নি।  অনতিবিলম্বে দ্রুত তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা।
 

RK
আরও পড়ুন