যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েল এই হামলা চালাল।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই ড্রোন হামলাটি পরিচালনা করেছে। তবে নিহতদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে বোমা নিক্ষেপ করে এবং আইতারুন এলাকায় দাহ্য গোলাবারুদ ছোড়ে।

২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এখনো পুরোপুরি সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে বেশ কিছু এলাকায় তারা অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ১০ হাজার বার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়কালের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৯৭০ জনেরও বেশি মানুষ।

সূত্র: শাফাক নিউজ

DR/SN
আরও পড়ুন