বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কাতারে আমেরিকার এয়ারবেজে ইরানি হামলার পর কাতারের আকাশ বন্ধ ঘোষণায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরবর্তীতে তিনি মাঝ আকাশে জানতে পারেন কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে বর্তমানে ফুয়েল নেওয়া হচ্ছে। এরপর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
তিনি আরও বলেন, রাতে আরও একটি ফ্লাইট দোহা হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাবে।
বিমানের এই কর্মকর্তা জানান, চলমান এই অবস্থায় হজ ফ্লাইটের কোনও সমস্যা হবে না। তবে যতদিন আকাশসীমা বন্ধ থাকবে ততদিন কোনও ফ্লাইট পরিচালনা করা হবে না।
