ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগামী সপ্তাহে বৈঠক করে এনবিআর সমস্যার সমাধান করা হবে: অর্থ উপদেষ্টা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:৫৫ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্দোলনকারীরা বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি সবাই সিনিয়র অফিসার, কমিশনার। তারা রেসপন্সিবল। যারা আন্দোলন করছে তাদের বেশিরভাগই তাদের সঙ্গে কাজ করেন।’

ড. সালেহউদ্দিন বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আগামী সপ্তাহে আরেকটি বৈঠক করে সমস্যার সমাধান করব। বৈঠকে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।

এদিকে আগামীকাল শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আন্দোলনকারীরা বৈঠকে না এলেও দেশের স্বার্থে তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করি।

এর আগে দুপুর ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শুরু হয় কর্মকর্তা-কর্মচারীরাদের দ্বিতীয় দফার চতুর্থ দিনের কলমবিরতি কর্মসূচি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর ভবনে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এর মধ্যেই নিজেদের দাবির পক্ষে শক্ত অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে বিকেল ৪টায় ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বসে আলোচানার প্রস্তাব দিলে তা বিবেচনা করবেন তারা। তবে রাতের বৈঠকে যোগ দেননি তারা।

 

khk
আরও পড়ুন