রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেওয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি তদন্তাধীন। তদন্তেই এটি উন্মোচিত হবে।’
আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নে তিনি জানান, এখনও সিদ্ধান্ত নেননি। তবে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে চান, তাদের পদে থাকা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে কারণেই পদত্যাগ করা উচিত বলে মনে করি আমি, বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়নে আসিফ মাহমুদ বলেন, ‘গত এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে, তবে অনেক ক্ষেত্রেই ব্যর্থতা স্পষ্ট। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেটি পূরণ হয়নি।’
আমরা জুলাই সনদ ঘোষণা সিদ্ধান্তে আসতে পেরেছি : আসিফ মাহমুদ
তফসিলের আগে ক্ষমতা ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের