ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা কমিশন গঠন এবং বিচারিক হত্যা মামলাগুলোর পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শাহবাগী মবের বিচারের দাবিতে ‘মঞ্চ ২৪’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের সবখানেই সংস্কার দরকার। ইন্টারিম সরকার হানিমুন পিরিয়ড পার করেছে, জনগণের টাকায় হানিমুন কাটানো চলবে না। এছাড়া জুলাই যুদ্ধের আহতরা এখনো যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

বক্তারা বলেন, শাপলা চত্বরে হত্যার জন্য আলাদা কমিশন গঠন করে বিচারের ব্যবস্থা করতে হবে। দেলাওয়ার হোসেন সাঈদী, সালাহউদ্দীন কাদের চৌধুরীসহ যাদের বিচারিক হত্যা করা হয়েছে, তাদের মামলার পুনরায় তদন্ত ও বিচার করতে হবে। পাশাপাশি, সেই বিচারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদেরকেও আইনের আওতায় আনা প্রয়োজন।

সমাবেশে অতীতের অপরাধ ও বিচারহীনতার বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, অতীত থেকে শেখা উচিত- যে যখন ক্ষমতায় আসে, তারা সময় নষ্ট করে, কোনো সংশোধন কার্যকরভাবে হয় না। পঁচাত্তরের সূর্য সন্তানদের হত্যা, বিডিআর হত্যা, শাপলা হত্যাসহ গণহত্যা ও গুম-খুন এ দেশে ঘটেছে।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, দলগুলো ক্ষমতায় বসে স্বার্থপরভাবে কর্মকাণ্ড চালায়। দেশ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, রাষ্ট্র যেখানে ব্যর্থ, আমাদেরই দেশের জন্য দাঁড়াতে হবে। যারা আহত হয়েছেন, তারা বেদনা বোঝেন, কিন্তু ক্ষমতায় বসা স্বার্থপররা তা বোঝে না।

দেশ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার। আইন যেখানে ব্যর্থ, আমাদেরকেই দেশটাকে রক্ষা করতে হবে। রাষ্ট্র যেখানে ব্যর্থ, আপনাকে-আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র আমাদের সকলের, কারও বাবার নয়।

DR/MMS
আরও পড়ুন