আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে আগ্রহী বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি ১৪ ধরণের তথ্য জমা দিতে হবে। এর সঙ্গে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে বৈধ পাসপোর্টের কপি, সিভি ও সদ্য তোলা ছবি।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নীতিমালা জারি করা হয়েছে। এখন থেকেই আবেদন করা যাবে। ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছেন।
নীতিমালা অনুযায়ী, নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, দেশে-বিদেশে অভিজ্ঞতা, পাসপোর্ট নম্বর ও মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, আবেদন তারিখ ও স্বাক্ষরসহ মোট ১৪টি তথ্য দিতে হবে। এ ছাড়া পাসপোর্টের কপি, সিভি এবং সদ্য তোলা ছবি জমা দেওয়া বাধ্যতামূলক।
নতুন নীতিমালায় বিদেশিদের অনুমোদন প্রদানের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখা হয়েছে। আগে এ অনুমোদনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হতো। এখন ইসির সুপারিশের ভিত্তিতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদান করবে।
ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল এবং ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে বলে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
৫১ কর্মকর্তাকে বদলি করলো নির্বাচন কমিশন
গেজেট পেলে আ. লীগের বিষয়ে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন: সিইসি
নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন: সিইসি