ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় উন্নয়নে দক্ষ মানবসম্পদ অত্যন্ত জরুরি: প্রধান উপদেষ্টা 

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা এবং ঘনবসতির কারণে সমস্যা আরও জটিল আকার ধারণ করছে। তিনি জানান, এই চ্যালেঞ্জ শুধু স্বাস্থ্য খাতে সীমাবদ্ধ নয়; বরং এটি দেশের সামগ্রিক অর্থনীতি, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগজনিত। এর মধ্যে ৫১ শতাংশ মৃত্যু ঘটে ৭০ বছরের নিচে বয়সীদের মধ্যে, যা অকালমৃত্যু হিসেবে বিবেচিত।

ড. ইউনূস বলেন, অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের উচ্চ চিকিৎসা ব্যয় বহন করতে হয়। অনেক সময় পরিবারকে আর্থিকভাবে ভেঙে পড়তে হয়, এমনকি ব্যয়বহুল চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, ফলে বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। এ ক্ষেত্রে শুধু স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, অসংক্রামক রোগ প্রতিরোধে মন্ত্রণালয়ভিত্তিক করণীয় নির্ধারণ করা হয়েছে এবং তা বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে সংশ্লিষ্ট খাতগুলো।

DR/AHA
আরও পড়ুন