ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচন কমিশনের পাসপোর্ট জব্দের এখতিয়ার নেই: ইসি সচিব

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার অনিয়মের ঘটনায় আইটি প্রতিষ্ঠান টাইগার আইটির কর্মকর্তাদের পাসপোর্ট জব্দের গুঞ্জন প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘পাসপোর্ট জব্দের এখতিয়ার আমাদের নেই, আমরা এটা করিনি।’

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘আমার কানে খবর এসেছে যে, আমরা নাকি কাউকে পাসপোর্ট জব্দ করার কথা বলেছি। আসলে পাসপোর্ট জব্দ করার এখতিয়ার আমাদের নেই।’

প্রথম দিনের শুনানিতে যে মারামারি হয়েছে, অনেকে বলছেন আগামী নির্বাচনে কী পরিস্থিতি হবে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। না হওয়াটাই বাঞ্ছনীয় এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে, অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে। জীবনে এটা একটা পার্ট। কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল। এটা আমাদের জন্য, সবার জন্য দুঃখজনক ঘটনা।’ 

মারামারির ঘটনা কমিশনের সামনে ঘটেছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ সঙ্গে নির্বাচন কমিশন সরাসরি সম্পর্কিত না। আপনি যদি কোনো একটা কারণে আমার সঙ্গে বাইরে ধাক্কাধাক্কি করেন, তার জন্য তো সংস্থাকে দায় দেওয়া বা দায়ী করা ঠিক না। এ ব্যাপারে একটা সাধারণ ডায়রি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানার সমর্থক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

রুমিন ফারহানা দাবি করেন, তাকে ধাক্কা মারা হয়েছে। ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেন সেদিন।

এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ দেন, তাকে মারধর করা হয়েছে। তিনি এমন দাবিও করেন, যদি এ ঘটনার বিচার না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।

MMS
আরও পড়ুন