ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেখ হাসিনার ফাঁসির রায়ে ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি বিতরণ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।
 
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে জুলাই মঞ্চের সামনে জড়ো হন ছাত্র-জনতা। পরে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এ সময় আরিফ বিল্লাহ আজিজি, তাজুল ইসলামসহ শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় আজকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে, তাতে আমরা খুশি।
 
এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনাকে ভারত থেকে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
NJ
আরও পড়ুন