রাজধানীর আগারগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসনের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে এর আগেই সড়ক অবরোধের পরিস্থিতির কারণে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
সিইসির একান্ত সচিব আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বৈঠকটি বাতিল করা হয়েছে।’
এদিন বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে তিন দফা দাবিতে আগারগাঁও মোড় অবরোধ করে। ফলে নির্বাচন ভবনের আশপাশের সড়কে চরম যানজট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে, যার প্রেক্ষিতে বৈঠক বাতিল করা হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হলে সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন প্রস্তুতি এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে ইসি সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
শেষ হয়েছে ৫৬তম সীমান্ত সম্মেলন