নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক এবং শীর্ষস্থানীয় সাংবাদিকরা অংশ নেন। তারা অতীত নির্বাচনের সময়কালীন সংবাদ সংগ্রহে দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম ধীরে ধীরে আস্থা হারিয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে এবারের নির্বাচনে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সহিংসতামুক্ত হবে সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। ভোট দিতে গিয়ে কেউ যেন সহিংসতার শিকার না হয়, এটাই আমাদের অঙ্গীকার।
উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমকে অবশ্যই তার মূল কারণ ও দায়দায়িত্ব বিশ্লেষণ করে প্রকাশ করতে হবে। সত্য জানানো এবং জনস্বার্থে অবস্থান নেওয়াই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি তথ্যনির্ভর নির্বাচনি পরিবেশ তৈরি করা সম্ভব হবে।
প্রশাসন ক্যাডারদের জনবান্ধব হতে হবে: ভূমি উপদেষ্টা
পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব