বাংলাদেশে হালাল সার্টিফিকেশন কার্যক্রমে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পাকিস্তানের ইসলামাবাদে ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটির (COMSTECH) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ড. খালিদ জানান, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া চালু করেছে, এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, ওআইসির তত্ত্বাবধানে COMSTECH-এর কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ জরুরি।
ধর্ম উপদেষ্টা COMSTECH-এর সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগকে সহমত জানান এবং একে মুসলিম বিশ্বের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
সভায় ড. খালিদ COMSTECH-এর পক্ষ থেকে লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি বৃত্তি মঞ্জুর করায় কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ পাবে। বিশেষভাবে, কোরআন ও হাদিসে ভিত্তিক মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ সুযোগ বিস্তৃত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তির মতো ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও যেন অবদান রাখতে পারে, সে লক্ষ্যে কাজ করতে হবে।
মুসলিম বিশ্বে ঐক্যের অপরিহার্যতা তুলে ধরে ড. খালিদ বলেন, আমাদের ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া মুসলিম উম্মাহ এগোতে পারবে না।
টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা
আ.লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না: জ্বালানি উপদেষ্টা
সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা