ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অতীতের আয়নায় আজকের দিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম

সময়ের ধারায় প্রতিটি দিনই নিয়ে আসে নতুন ঘটনা, তৈরি হয় স্মরণীয় মুহূর্ত। কিছু ঘটনা চিরকাল ইতিহাসের পাতায় থেকে যায়, যা আমাদের মনে করিয়ে দেয় অতীতের গৌরব, সংগ্রাম ও অগ্রগতির গল্প। চলুন একনজরে দেখে নেওয়া যাক শনিবার (২০ সেপ্টেম্বর) ঘটে যাওয়া ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুসহ আরও কিছু তথ্য।

ঘটনাবলি

১১৮৭ - সেনাপতি সালাদিনের নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ শুরু করে, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।

১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩১ - প্রথম বাষ্পচালিত বাস নির্মিত হয়।

১৮৩৯ - আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়।

১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন।

১৮৫৭ - বিদ্রোহী সিপাহিদের কাছ থেকে ব্রিটিশরা দিল্লি পুনর্দখল করে।

১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে নেয়।

১৮৭৮ - ভারতের চেন্নাইয়ে ‘দ্য হিন্দু’ সংবাদপত্রের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৪৬ - ফ্রান্সে প্রথম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চাঁদের পৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৩ - ‘লিঙ্গের যুদ্ধ’ খ্যাত টেনিস ম্যাচে নারী খেলোয়াড় বিলি জিন কিং পুরুষ খেলোয়াড় ববি রিগসকে পরাজিত করেন।

১৯৯২ - ঢাকার আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

২০০১ - ঢাকায় ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু করা হয় রিকশার বিকল্প হিসেবে।

২০০৫ - যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব চালায়।

জন্মদিন

১৪৮৬ - রাজপুত্র আর্থার, ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র।

১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, নোবেল শান্তি পুরস্কারজয়ী ইতালীয় মানবহিতৈষী।

১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।

১৯৪৮ - মহেশ ভাট, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৫২ - শেখর বসু, ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

১৯৫৭ - অভিনেতা অনুপম শ্যাম, বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ খ্যাত।

মৃত্যুবার্ষিকী

১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল।

১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতত্ত্ববিদ ও পুরাণবিশারদ।

১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ, খ্যাতনামা সাংবাদিক।

১৯৩৩ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, নারী অধিকার কর্মী ও ভারতীয় স্বায়ত্তশাসনের সমর্থক।

১৯৭১ - নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস।

১৯৭৫ - নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।

১৯৮৬ - ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

১৯৯৬ - হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।

২০১১ - আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী নিহত হন।

ইতিহাস শুধু জ্ঞানার্জনের বিষয় নয়, আমাদের ভবিষ্যতের পথনির্দেশকও। প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকে শিক্ষা, যা আমাদের আগামীর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।

DR/AHA
আরও পড়ুন