ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন নুর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় তার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন গণমাধ্যমকে বলেন, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সকাল ৮টায় নুরুল হক সিঙ্গাপুর যাবেন।

তিনি জানান, সরকারিভাবে নুরুল হক নুরের চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে। কোন হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন সেটাও সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে।

গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংর্ঘষ হয়। সেই ঘটনায় নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসা শেষে ১৫ সেপ্টম্বর বাসায় ফিরে যান।

নুরুল হক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারকে আহ্বান জানানো হয়।

MMS
আরও পড়ুন