বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (IPACC)-২০২৫ -এ যোগ দিতে চারদিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সামরিক কূটনীতি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরবেন।
ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানালো বাংলাদেশ