ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দ্রুতই জানানো হবে প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া : ইসি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেবো, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। অনুমোদন পেলেই জানানো হবে।

জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কি রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেবো আমরা।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। এজন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রবাসী ভোটাররা ওই অ্যাপে নিবন্ধন করবেন। তারপর সে অনুযায়ী ইসি ব্যালট পাঠাবে৷ সংশ্লিষ্ট প্রবাসী ভোট দিয়ে তার নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন।

MH/MMS
আরও পড়ুন