ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলম: দৃক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সব মানবাধিকারকর্মী ও সাংবাদিককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল-এর বরাত দিয়ে শহিদুল আলমের প্রতিষ্ঠিত সংস্থা দৃক এ তথ্য জানিয়েছে।

দৃকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ যারা সকল অপহৃত ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মাধ্যমে জানা গেছে যে, ড. শহিদুল আলমসহ নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি বাহিনীর নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম ও আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

দৃকের বিবৃতিতে উল্লেখ করা হয়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অধিকাংশকেই ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে আটক করে রেখেছে বলে অভিযোগ।

বিবৃতির শেষে বলা হয়, সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

MMS
আরও পড়ুন